কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসা বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের একমাত্র দ্বীনি শিক্ষা  প্রতিষ্ঠান । ১৯৭৫ সালে এলাকার  গুনিজনদের প্রচেষ্ঠায়  স্থাপিত  এ মাদরাটি নবীগঞ্জ উপজেলায় দুইবার শ্রেষ্ঠ দাখিল মাদরাসা হিসেবে স্বীকৃতি লাভ করে ।  নিরিবিলি ও  গ্রামীন  পরিবেশে  অবস্থিত মাদরাসার অবকাঠামো ও পড়ালেখার মান অত্যান্ত সন্তোষজনক ।